বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:২৯ অপরাহ্ন

কথাসাহিত্যিক নাহিদা আশরাফীর “সাহিত্য সহযাত্রী সম্মাননা” লাভ

কথাসাহিত্যিক নাহিদা আশরাফীর “সাহিত্য সহযাত্রী সম্মাননা” লাভ

সংবাদ বিজ্ঞপ্তি : এ সময়ের বরেণ্য কবি ও কথাসাহিত্যিক নাহিদা আশরাফী। ইতোমধ্যে তাঁর লেখা দেশ-বিদেশে সাহিত্যপ্রেমীদের নজর কাড়তে সক্ষম হয়েছে। কুড়িয়েছেন বিভিন্ন সময় সাহিত্যের জন্য অনেক সম্মাননা। এবার পেলেন প্রতিবেশি দেশ কলকাতার স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘অনুষা’র পক্ষ থেকে তার সাহিত্য পত্রিকা জলধি’র জন্যে ‘সাহিত্য সহযাত্রী সম্মাননা’২০১৯ । গত ২৭ জুলাই ২০১৯ শনিবার বিকাল পাঁচটায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা তাঁর হাতে তুলে দেয়া হয়।

সম্মাননা প্রাপ্তির পর কবি ও গল্পকার নাহিদা আশরাফী তার অনূভুতি প্রকাশ করে বলেন,‍ “অনুষা-বই প্রকাশ যার কাছে শিল্পের সমাদর, আনন্দের আবাহন। এমন একটি প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সম্মাননা প্রাপ্তি আমার জন্যে আনন্দের। তবে এসকল প্রাপ্তি সবসময়ই সাহিত্যের প্রতি আমার দায়বদ্ধতার কথাই মনে করিয়ে দেয়। আমি কৃতজ্ঞ অনুষা’র প্রতি। অনুষা’র সাথে এ পর্যন্ত কাজের অভিজ্ঞতা অত্যন্ত সুখকর। জলধি ও অনুষা আগামীতে একসাথে আরো ভালো কিছু কাজ করবে এমন প্রত্যাশা রইলো। সকলের মঙ্গল হোক…

গ্রন্থ তালিকা-
০১. এপিটাফ (কবিতা-২০১৫)
০২. শুক্লা দ্বাদশী (যৌথ কবিতাগ্রন্থ-২০১৬)
০৩. দীপাঞ্জলি(যৌথ কবিতাগ্রন্থ-২০১৬)
০৪. মায়াবৃক্ষ- (গল্পগ্রন্থ-২০১৬)
০৫. প্রেম নিয়ে পাখিরা যা ভাবে (কবিতাগ্রন্থ-২০১৮)
০৬. জাদুর ট্রাঙ্ক ও বিবর্ণ বিষাদেরা(গল্পগ্রন্থ-২০১৯)

সম্পাদিত গ্রন্থ-
০১. মুক্তির গল্পে ওরা এগারোজন (মুক্তিযুদ্ধের গল্প-২০১৮)
০২. বিজয়পুরাণ (বিজয়ের গল্প সংকলন ২০১৯)

সম্পাদক
জলধি- সাহিত্যের কাগজ

কথাসাহিত্যিক নাহিদা আশরাফীর “সাহিত্য সহযাত্রী সম্মাননা” লাভ

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2018 bdnews71
Design & Developed by M Host BD