বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:৩১ অপরাহ্ন
লাইফস্টাইল ডেস্ক : পৃথিবীর অনেক দেশেই কুমারীত্ব হারানোর জন্য এখনও ফুলশষ্যার রাতে স্বামীর অত্যাচারের শিকার হতে হয় স্ত্রীদের। কুমারীত্ব খোয়ানোর দায়ে সোহাগ রাতেই প্রাণ হারাতে হয়েছে এমন উদাহরণ ভুরিভুরি। এমনকী, উন্নততর পশ্চিমী দুনিয়াতেও কেউ কেউ সংস্কারবশত স্বামীর কাছে নিজেদের কুমারী বলে প্রমাণ করতে চান। তাই, কুমারীত্ব প্রমাণে নকল সতীচ্ছদ কিনছেন অনেক মহিলা।
নকল সতীচ্ছদ বিক্রি করছে জার্মানির এক সংস্থা। তাদের দাবি, নকল সতীচ্ছদ খুব সহজেই প্রতিস্থাপিত করা যাবে নারীদেহে। কোনও চিকিৎসকের সাহায্য ছাড়াই সেটি প্রতিস্থাপিত করতে পারবেন মহিলারা। স্বামীর সঙ্গে দৈহিক মিলনের আগে লজ্জা ও ভয় কাটাতে নকল এই সতীচ্ছদের জুড়ি মেলা ভার। এমনটাই দাবি করেছে জার্মান এই সংস্থাটি। শুধু তাই নয়, ডাক্তারি পদ্ধতিতে অস্ত্রোপচারের খরচের তুলনায় অনেক কম খরচেই তা প্রতিস্থাপিত করা যাবে শরীরে। দৈহিক মিলনের সময় তা আসল সতীচ্ছদের ভূমিকাই পালন করবে বলেও দাবি সংস্থাটির।
জার্মান সংস্থার তৈরি নকল সতীচ্ছদ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ক্রেতাদের মধ্যে। এক মহিলা জানিয়েছেন, “এই সংস্থার তৈরি সতীচ্ছদই তাকে বেঁচে থাকতে সাহায্য করেছে।” অপর একজন জানিয়েছেন, “এই সংস্থার তৈরি সতীচ্ছদ যে কীভাবে আমায় সাহায্য করেছে তা ভাষায় বোঝাতে পারব না।”
সংস্থার মুখপাত্র দাবি করেছেন, সারা বিশ্বেই বিক্রি হচ্ছে তাদের তৈরি নকল সতীচ্ছদ। তবে তাদের বেশিরভাগ গ্রাহকই একটি বিশেষ ধর্মের মহিলা।
যদিও হাইমেনস প্রতিস্থাপনের এই সংস্থাটির অনলাইন পরিষেবা বন্ধ করতে তৎপর হয়েছে ইজিপ্ট। সেখানকার রাজনীতিবিদরা বিষয়টিকে বেআইনি বলেও দাবি করেছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...