বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:২২ অপরাহ্ন

খুলনায় মার্কেটে আগুন, পুড়ে ছাই ৩৫ দোকান

বিডি নিউজ ৭১ ডেস্ক:

খুলনা মহানগরের একটি মার্কেটে আগুনে পুরনো কাপড়ের ছোট-বড় ৩৫ দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার ভোর ৬টার দিকে নগরীর ফেরিঘাট মোড়ের ওই মার্কেটে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ছুটে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৬টার দিকে প্রথমে মার্কেটের শীত পোশাকের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, ভোর সাড়ে ৬টার দিকে ফেরিঘাট মোড়ের পুরনো কাপড়ের দোকানে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ৩৫ দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2018 bdnews71
Design & Developed by M Host BD