বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:৪১ অপরাহ্ন
বিডি নিউজ ৭১ ডেস্কঃ
রংপুর-দিনাজপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পক্ষে আরো তিনজন আহত হয়েছেন। বুধবার বেলা ৩টার দিকে একই উপজেলার আজিরন্নেসা কৃষি ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী জানান, বুধবার ওই স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি গাড়ি ঢাকাগামী হিমালাচর বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ছাড়া আহত হন আরো তিনজন।
নিহতদের লাশ তারাগঞ্জে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ছাড়া আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য প্রদান করুন...