বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন
বিডি নিউজ ৭১ ডেস্কঃ
তালেবান তাদের সরকারে নারীদের যোগ দিতে আহ্বান জানিয়েছে। বাহিনীটির সাংস্কৃতিক কমিশনের সদস্য ইনামুল্লাহ সামানগানি এ আহ্বান জানান। তালেবান দেশটি দখল করে নেওয়ার পর শাসনব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় পর্যায় থেকে প্রথম মন্তব্য এল। কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।
সামানগানি বলেন, ইসলামিক আমিরাত নারীরা ক্ষতির শিকার হোক, তা চায় না। শরিয়াহ আইন অনুযায়ী সরকারে তাঁদের উপস্থিতি থাকা উচিত। তিনি বলেন, এখনো সরকারের কাঠামো পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু অভিজ্ঞতার আলোকে মনে হচ্ছে, এখানে পুরোপুরি ইসলামিক নেতৃত্ব থাকবে। এতে সব পক্ষেরই যোগ দেওয়া উচিত।
তালেবানের হাতে পতনের পর আফগানিস্তানের রাজধানী কাবুলের পরিস্থিতি ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে। প্রেসিডেন্ট প্রাসাদসহ গুরুত্বপূর্ণ এখানকার সব প্রশাসনিক দপ্তর ও স্থাপনায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা। ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।
আর নিরাপত্তা বাহিনী আত্মসমর্পণ করেছে সন্তর্পণে।
দীর্ঘ দুই দশক পর পুরো আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় আবার ফিরেছে তালেবান।
আপনার মন্তব্য প্রদান করুন...