বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট : যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের হিলসাইডে অজ্ঞাত বন্ধুকধারীদের গুলিতে রেজওয়ান কিবরিয়া নামে একজন বাংলাদেশী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। মৃত রেজওয়ান কিবরিয়ার বাড়ি বৃহত্তম চট্টগ্রাম অঞ্চলের সন্দ্বীপ জেলার গাছুয়া ইউনিয়নে।
সন্দ্বীপ জেলা সমিতি আমেরিকার সাধারণ সম্পাদন মানিক মিয়া জানান, নিউ ইয়র্ক সিটির কুইন্সের হিলসাইড এভিনিউতে কিবরিয়ার বাসায় দুজন অজ্ঞাত ব্যক্তি কলিং বেল চাপে। দরজা খোলার সাথে সাথে তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনা শোনার সাথে সাথে আমি মৃতের পরিবারে গেলে মৃতের পরিবার বিস্তারিতভাবে আমাকে এইসব তথ্য জানান।
নিউইয়র্কে স্বপরিবারের দীর্ঘদিন বসবাস করতেন খেটে খাওয়া মানুষ কিবরিয়া। নিউইয়র্কে বাংলাদেশীরা ঘাতকদের বিচার দাবি করেছন।
আপনার মন্তব্য প্রদান করুন...