বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মেলার শেষ দিকে এসে জেকে বসেছে ফাল্গুনের বৃষ্টি। তবে তাতে একটুও কমেনি মেলার ভিড় বা বিক্রি। শেষের দিকে এসে বইয়ের বিক্রি বেড়েছে আশানুরূপভাবে। যদিও বৃষ্টি নিয়ে প্রকাশকরা একটু চিন্তায় ছিলেন। তবে বিকালের পরে আকাশ শান্ত থাকায় সে চিন্তু উড়ে যায়।
সময়ের প্রকাশক ফরিদ আহমেদ বলেন, সকালে বৃষ্টি হওয়ায় মনে হয়েছিল, লোকজন কম হবে। কিন্তু বিকাল থেকেই লোকজনের ভিড়, অনেকেই বই কিনছেন। মেলার শেষ দুদিনে বিক্রি আরও বাড়বে বলে মনে হচ্ছে।
এ বছরের মেলায় সংখ্যার দিক থেকে এগিয়ে আছে কবিতার বই। প্রায় দেড় হাজারের মতো নতুন কবিতার বই প্রকাশ হয়েছে। তবে বিক্রির দিক থেকে এগিয়ে আছে উপন্যাস, সায়েন্স ফিকশন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে সায়েন্স ফিকশন, গোয়েন্দা সিরিজের বইয়ের চাহিদা বেশি।
এছাড়া এখন পর্যন্ত মেলার সর্বাধিক বিক্রীত বইয়ের মধ্যে রয়েছে আইমান সাদিক, মুহম্মদ জাফর ইকবালের বই।
অন্যদিকে তরুণ লেখকদের কবিতা, গল্প, উপন্যাসের বইও ভালো বিক্রি হচ্ছে। এবারের মেলায় বিক্রি বেড়েছে। তবে পুরো তথ্য এখনও জানা যায়নি।
আপনার মন্তব্য প্রদান করুন...