বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:৪৯ অপরাহ্ন
বিডি নিউজ ৭১ ডেস্কঃ
লকডাউনে মার্কেট ও শপিং মল বন্ধের সিদ্ধান্তের বিরোধীতা করে বিক্ষোভ করছেন ঢাকার নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনীচকসহ আশপাশের এলাকার ব্যবসায়ীরা।
সাত দিনব্যাপী লকডাউনের প্রথম দিন আজ সোমবার নিউমার্কেটে শতাধিক দোকানমালিক, ব্যবসায়ী ও কর্মচারীরা মিলে বিক্ষোভ করেন বলে জানিয়েছেন নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল হাসান।
আবুল হাসান বলেন, সকাল নয়টার দিকে শুরু হয়েছে বিক্ষোভ। তবে ব্যবসায়ীরা রাস্তা বন্ধ করেননি। যান চলাচল করছে।
বিক্ষোভ এখন কিছুটা স্তিমিত বলে জানিয়েছে পুলিশ।
সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল হাসান বলেন, ‘দোকান মালিক সমিতির নেতাদের আমরা বুঝিয়েছি যে তাঁদের স্বার্থেই সরকার এই লকডাউন দিয়েছে। তাঁরা বুঝেছে। এখন লোক কমে গেছে।’
ব্যবসায়ীরা দাবি করছেন, গত বছরের লকডাউনে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার ঈদকে কেন্দ্র করে নতুন মালামাল উঠিয়েছেন। লকডাউন থাকলে তাঁদের ব্যবসায় ধস নামবে।
আপনার মন্তব্য প্রদান করুন...