বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ ২জন আটক

বিডি নিউজ ৭১ ডেস্ক:

রাজশাহীতে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে চন্দ্রিমা থানাধীন নাদের হাজির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হরিয়ান পূর্বপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে আজাহার উদ্দিন (২৭) ও ছোট বনগ্রাম এলাকার রুস্তম আলীর ছেলে মমিন (৩৩)।

মহানগর ডিবি পুলিশের সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নাদের হাজির মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে প্রাইভেটকারে থাকা গুলিভর্তি একটি রিভলবার, একটি পিস্তল ও মাদকসহ দুইজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2018 bdnews71
Design & Developed by M Host BD