বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:১১ অপরাহ্ন

সব জেলায় হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার: পলক

বিডি নিউজ ৭১ ডেস্কঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে দেশের সব বিভাগ ও জেলায় হাইটেক বা সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গাজী মোহাম্মদ শাহনওয়াজের (হবিগঞ্জ-১) প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১৯টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে। হবিগঞ্জ জেলার সদর উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। হবিগঞ্জ-১ আসন সংশ্লিষ্ট উপজেলায় আইসিটি পার্ক স্থাপনের পরিকল্পনা নেই।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2018 bdnews71
Design & Developed by M Host BD