বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন
বিডি নিউজ ৭১ ডেস্কঃ
করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তাকে নৌবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়।
খুমেক সূত্র জানায়, গত ১৮ এপ্রিল খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে নমুনা পরীক্ষায় ডা. মাসুদ আহমদ করোনা পজেটিভ শনাক্ত হন। তার পর থেকেই তিনি খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে তার অসুস্থতা বৃদ্ধি পায়।
কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, উন্নত চিকিৎসার জন্য ডা. মাসুদ আহমদকে ঢাকায় পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...