বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন

৪ মাসের বকেয়া বেতন ও নির্যাতিত শ্রমিকের পাশে শ্রমিকনেতা পলাশ

বিডি নিউজ ৭১ ডেস্কঃ  

৯ মে (শুক্রবার) রাত ১০ টার দিকে ফতুল্লা কাঠেরপুল এলাকার ক্যাডটেক্স ডাইং লিমিটেডে শ্রমিক নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৫/২০ জন শ্রমিক আহত হয়। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

উল্লেখ্য, উক্ত কারখানার শ্রমিকরা তাদের চার(৪) মাসের বকেয়া বেতন চাইতেই শ্রমিকদের উপর পুলিশ ও মালিক পক্ষের এ ধরনের হামলার অভিযোগ পাওয়া যায়।

শনিবার দুপুরে হামলার প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে।

পরে শ্রমিকরা তাদের দুঃসময়ের একমাত্র বন্ধু শ্রমিকবান্ধব নেতা জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের স্বরনাপন্ন হয়। এসময় তিনি শ্রমিকদের শান্তিপুর্ন অবস্থানে থাকার নির্দেশ দেন এবং প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করবেন বলে শ্রমিকদের আশ্বস্থ করেন । পাশাপাশি তিনি আহত শ্রমিকদের ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দেন।

এ সময় ইফতারের সময় হওয়ায় শ্রমিকদের ইফতারের ব্যবস্থা করেন শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ ।

জানা গেছে, শুক্রবার ( ৮ মে) রাত ১০ টার দিকে ৪ মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানার মালামাল সরিয়ে নিতে চাইলে শ্রমিকরা বাধা দেয়। পরে রাত দুইটায় কারখানার ভিতরে পুলিশ ঢুকিয়ে শ্রমিকদের উপর হামলা চালায়। পুলিশ শ্রমিকদের বেধড়ক লাঠিপেটা করে অন্তত ১৫/২০ জন শ্রমিককে গুরুতরভাবে আহত করেছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মন্তব্য প্রদান করুন...


© All rights reserved © 2018 bdnews71
Design & Developed by M Host BD